স্বদেশবার্তা ডেস্কঃ কোনো সংলাপ নয়, নির্বাচনোত্তর
শুভেচ্ছা বিনিময়ের জন্য গণভবনে ডাকা হবে রাজনৈতিক দলগুলোকে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার এক আলোচনা সভায়
এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যেই
নির্বাচন নিয়ে সারা বিশ্বের কোথাও কোনো সংশয় নেই, গণতান্ত্রিক বিশ্ব থেকে
উষ্ণ অভিনন্দন জানিয়েছে, কোনো বিতর্ক কোনো প্রশ্ন না করেই। সেখানে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের
কোনো সুযোগ নেই। নির্বাচন
নিয়ে কোনো সংলাপ নয়।
তিনি বলেন, জাতীয়
নির্বাচনের আগে ঐক্যফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের
জন্য চিঠি দিয়ে আবারো তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। আর সেটা শুভেচ্ছা বিনিময়ের জন্য। এখানে কোনো সংলাপ নয়। তিনি
বলেন, কোনো সংলাপের আমন্ত্রণ আমরা জানাচ্ছি না।
একাদশ জাতীয় নির্বাচনে
নিরঙ্কুশ বিজয় উদযাপন করতে ১৯ জানুয়ারি আওয়ামী লীগের জনসমাবেশ সফল করতে মহানগর
দক্ষিণ আওয়ামী লীগের ওই বর্ধিত সভা আয়োজন করা হয়।
0 facebook: