14 January 2019

মেয়েকে খুন করে প্রেমিকের হাত ধরে উধাও ‘মা’!


আন্তর্জাতিক ডেস্কঃ বাড়িতে একাধিক পুরুষের আনাগোনা শুরু হয়েছিলএমন ঘটনা মেনে নিতে পারেনি মেয়েমায়ের কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানায়আর মেয়ের এমন প্রতিবাদে রাগে অগ্নিশর্মা হয়ে শেষ অবধি তাকে খুন করেছে মা

সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের বর্ধমানের কালনার মন্তেশ্বর এলাকায়মন্তেশ্বরের মামুদপুর গ্রামে মা ও মেয়ে থাকতসেখানেই মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে

অভিযোগ, মেয়েকে খুন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে অভিযুক্ত মহিলাপুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে

প্রতিবেশীদের অভিযোগ, ওই মহিলা পরকীয়ায় জড়িয়েছিলেনমায়ের এই বিবাহ বহির্ভূত সম্পর্ক মানতে না পেরে মেয়ে প্রতিবাদ জানালে তাকে প্রথমে শারীরিক অত্যাচার করা হয়পরে একপর্যায়ে মেয়েকে খুন করা হয়

এদিকে এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীপুলিশ জানিয়েছে, পলাতক মহিলার খোঁজে তল্লাশি চলছে, যেখানেই থাকুক খুব দ্রুত গ্রেফতার হবে


শেয়ার করুন

0 facebook: