![]() |
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে গতকাল সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের সহায়তা প্রদান অনুষ্ঠানে উপকারভোগীদের সঙ্গে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অন্যরা।শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের পক্ষ থেকে বেকার, পুঁজিহীন, উদ্যোগী ১০৬ জনের হাতে ৪১৮২০০০ টাকার সহায়তা তুলে দেওয়া হয়েছে। কলের লাঙল, অটোরিকশা, হাঁস-মুরগির খামার, ছাগল পালন, সেচ পাম্প, অটোরিকশা, ধান মাড়াইয়ের মেশিন, সেলাই মেশিন, ভ্যানগাড়ি, নৌকা ও জাল কেনা বাবদ এসব টাকা দেওয়া হয়।
এ উপলক্ষে সোমবার নগরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘প্রকৃত অলি-আল্লাহ্রা সমগ্র সৃষ্টির কল্যাণ সাধনে নিয়োজিত থাকেন।’
প্রকল্প পরিচালনা পর্ষদ সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পর্ষদ সহসভাপতি মোহাম্মদ সিরাজুল মোস্তফা, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মোরশেদুল হক, ট্রাস্ট সচিব এ এন এম এ মোমিন ও মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। বক্তব্য দেন সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, ড. মোহাম্মদ নুর হোসাইন, অধ্যাপক এ ওয়াই এম জাফর, আল্লামা শায়েস্তা খান আল-আজাহারী, কাজী শাহরিয়ার মাহমুদ মনির, মোহাম্মদ আবদুল মান্নান, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।
খবর বিভাগঃ
চট্টগ্রাম বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: