15 January 2019

সুনামগঞ্জের তাহিরপুরে ৪ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক

প্রতিকি ছবি
জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় হারিস মিয়া (৫০) নামে এক লম্পট চার বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে

এ ঘটনায় অভিযুক্ত হারিস মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে এ ধর্ষণের ঘটনা ঘটেহারিস মিয়া তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাসিন্দা

গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি নিজ বাড়ি থেকে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলপথে হারিস মিয়া শিশুটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেএকপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়ধর্ষক হারিস মিয়া তাহিরপুর থানায় আটক রয়েছে

সুনামগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ জানান, নির্যাতিত শিশুটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে, বুধবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, তাহিরপুর সীমান্ত এলাকায় একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছেধর্ষক হারিস মিয়াকে গ্রামবাসীর সহযোগিতায় আটক করা হয়েছেতার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে


শেয়ার করুন

0 facebook: