15 January 2019

শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে ধূম্রজাল সৃষ্টি


স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করে রাজনৈতিক দলের সাথে সংলাপ করবেন নাকি শুভেচ্ছা বিনিময় করবেন এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ (মঙ্গলবার) বলেছেন, আমি কখনও সংলাপের কথা বলিনি, প্রধানমন্ত্রী বিজয়ের  শুভেচ্ছা বিনিময় করবেনএখানে সংলাপের কোনো বিষয় নেই। সূত্রঃ ফাষ্টডুডে।

এদিকে, সরকারের নতুন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেছেনসংলাপের কোনো কথা প্রধানমন্ত্রীর দপ্তর বা গণভবন থেকে আসেনি

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে একাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গ অ্যাজেন্ডা হিসেবে থাকলে বিএনপি সাড়া দেবে

তবে ওবায়দুল কাদের আজ সংলাপের কথা অস্বীকার করার পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, তার আগে ওবায়দুল কাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এমন একটা ভুয়া নির্বাচন করার জন্য

এর আগে গতরাতে এক টিভি টকশোতে অংশ নিয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, তারা একটি প্রতারণার নির্বাচনে বিজয় হওয়াকে শুভেচ্ছা জানাতে পারে না

অন্যদিকে, নির্বাচনে অংশগ্রহণকারী সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোট এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে একটি অর্থবহ নির্বাচনের জন্য সরকারের নিকট অনুরোধ করেছে


শেয়ার করুন

0 facebook: