![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে সাম্প্রতিক হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত হল্যান্ডের রাষ্ট্রদূত জ্যাকুয়েস ওয়ার্নারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (সোমবার) সন্ধ্যায় ডাচ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
হল্যান্ডের রাজধানী হেগে ইরানি দূতাবাসে সম্প্রতি ইসলামি বিপ্লব বিরোধী ও বিচ্ছিন্নতাবাদীরা ওই হামলা চালায়। ডাচ রাষ্ট্রদূতকে তলবের পর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক ফার্স্ট ব্যুরোর পরিচালক হামলার প্রতিবাদ করেন। এর আগেও সংঘটিত এমন হামলার কথা উল্লেখ করে ইরানি কর্মকর্তা বলেন, ডাচ পুলিশ ও দেশটির সরকারি কর্মকর্তারা পূর্ব সতকর্তামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী ইরানি কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তরিক পদক্ষেপ নিতে তিনি ডাচ সরকারের প্রতি আহ্বান জানান।
জবাবে ডাচ রাষ্ট্রদূত ইরানি দূতাবাসে হামলার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ডাচ সরকারের পক্ষ থেকে নেয়া পদক্ষেপ সম্পর্কে তিনি ইরানি কর্মকর্তাকে জানান। এছাড়া, তিনি ইরান সরকারের এই প্রতিবাদের কথা ডাচ সরকারকে দ্রুত জানাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: