![]() |
ছবিঃ সংগৃহীত |
শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, কনকসার ইউনিয়নের ধীপপুর গ্রামে বৃহস্পতিবার রাতে পূর্ণিমা তার দেবরের সঙ্গে একটি গায়েহলুদ অনুষ্ঠানে যান। সেখানে পূর্ণিমা তার দেবর ও বন্ধুবান্ধবদের সঙ্গে বিয়ার ও অতিরিক্ত মদপান করেন।
পরদিন শুক্রবার পূর্ণিমা অসুস্থ হয়ে পড়লে তাকে লৌহজং সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসারত অবস্থায় পূর্ণিমার মৃত্যু হয়।
উপজেলার কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হুমায়ুন কবির জানান, অতিরিক্ত বিয়ার ও মদপানের কারণে এই নববধূর মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা তাদের। লৌহজং থানার ওসি মো. মনির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পূর্ণিমা উপজেলার কনকসার ইউনিয়নের ধীপপুর গ্রামের প্রদীপের মেয়ে। গত তিন মাস আগে একই এলাকার সুমনের সঙ্গে তার বিয়ে হয়।
খবর বিভাগঃ
অন্যান্য সংবাদ
জেলা সংবাদ
0 facebook: