20 February 2019

সৌদি থেকে দেশে ফিরেছেন নির্যাতিত ৬২ নারী


স্বদেশবার্তা ডেস্কঃ জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৬২ নারী। গতকাল মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া নয়টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল (রহমতুল্লাহি আলাইহি) আন্তরর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

ফেরত আসা নারীরা অভিযোগ করেন, তাদের মারধরসহ মানসিক নির্যাতন করা হয়। কাজের বিনিময়ে দেয়া হয়নি পারিশ্রমিক। যেসব এজেন্সির মাধ্যমে তারা সৌদি আরবে গেছেন সেসব এজেন্সির প্রতিনিধিরাও তাদের কোন খোঁজ খবর নেয়নি।

পরবর্তীতে নির্যাতন থেকে রক্ষা পেতে দেশটিতে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নেন তারা। তাঁরা আরও জানান, এখনো সৌদি আরবে অনেক বাংলাদেশী নারী রয়েছেন যারা নির্যাতনের শিকার হচ্ছেন।

শুধু নারীরাই নয়, নির্যাতনের শিকার পুরুষরাও। তাদের অভিযোগ, দালালের প্রলোভনে, কাজের আশায় সৌদি গিয়ে, পাননি পারিশ্রমিক। না খেয়েও দিন কাটাতে হয়েছে। নির্যাতিত এসব কর্মী, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদির বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফেরেন।

২০১৯ সালেই আড়াই শতাধিক নির্যাতিত শ্রমিক সৌদি আরব থেকে দেশে ফেরত এসেছেন। বাংলাদেশ দূতাবাসে অনেক শ্রমিক আশ্রয় নিয়েছেন- জানান আগত নারীকর্মীরা।

এর আগে ১৪ ফেব্রুয়ারি রাতে দেশে ফেরেন ৩২ নারী কর্মী।


শেয়ার করুন

0 facebook: