ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে পুলিশ বাহিনী।
শুক্রবার মিরপুর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। তারা সেটা সঠিকভাবে পালন করছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, দায়িত্বপালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের রেশনসহ অন্যান্য সহযোগিতা বাড়ানো হবে। পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে।
জনগণের জান-মালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন। এর মধ্যেও পুলিশ সদস্যরা দায়িত্বপালন করে জনগণের নিরাপত্তায় কাজ করছে, বলেন তিনি।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: