04 March 2019

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তঃ নথি যোগাড়ের কাজে নামছে মার্কিন প্রতিনিধি পরিষদ


আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরুর অংশ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র যোগাড়ের কাজে নেমেছে দেশটির প্রতিনিধি পরিষদের বিচার বিষয়ক কমিটি। ট্রাম্প এবং তার সহযোগীদের বিরুদ্ধে বিচার কাজে বাধা দেয়া, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ রয়েছে। কমিটি এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র যোগাড়ের চেষ্টা চালাবে।

মার্কিন এবিসি নিউজ চ্যানেলকে কমিটির চেয়ারম্যান জেরোল্ড নাডলার বলেছেন, এ সব নথি পাঠানোর জন্য দেশটির ৬০ ব্যক্তি এবং সংস্থার কাছে অনুরোধ জানানো হবে। যাদের কাছে নথি পাঠানোর আহ্বান জানানো হবে তাদের মধ্যে ট্রাম্পের ছেলেরাও রয়েছেন।

ট্রাম্প মার্কিন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন বলেও নিজ ধারণা এ সময়ে ব্যক্ত করেন তিনি। এদিকে, শেষ পর্যন্ত ট্রাম্পকে ইমপিচ করা হবে কিনা তদন্তের ফলাফলের ভিত্তিতে তা ঠিক করা হবে।

অবশ্য, কোনো আইন বিরোধী কাজ করেন নি বলে দাবি করছেন ট্রাম্প।


শেয়ার করুন

0 facebook: