স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে গ্রামাঞ্চলে উৎসব শুরু হয়েছে। আমি নির্বাচন কমিশন
ও প্রশাসনকে বলব- নির্বাচন উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোরভাবে মনিটরিং করুন।
আপনারা নিরপেক্ষ থাকবেন। প্রধানমন্ত্রী সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন দেখতে
চান।
শনিবার
দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের ট্রেজারার প্রয়াত এ এম রফিকের
স্মরণে এই সভার আয়োজন করে বঙ্গমাতা পরিষদ।
সভায়
বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, বিএনপি জনগণকে ভয় পায়। এই কারণেই তারা ভোট বর্জন
করে জনগণ থেকে পালিয়ে বেড়াচ্ছে তারা। তবে তাদের ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি তাদের নেত্রীকে
জেলে রেখে প্রেস ব্রিফিং ও চক্রান্তকারী দলে পরিণত হয়েছে। এ সময় আসন্ন উপজেলা পরিষদ
নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে বিএনপির সব চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য
করেন তিনি।
ষড়যন্ত্রের
পথ পরিহার করে বিএনপি-ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে এসে জনগণের কথা বলার
আহ্বান জানিয়ে সাবেক মন্ত্রী নাসিম বলেন, ভোট ছাড়া দেশ চলতে পারে না। গণতান্ত্রিক পদ্ধতিতে
ভোটের কোনও বিকল্প নেই। আওয়ামী লীগ কখনোই ভোট বর্জনের সংস্কৃতিতে বিশ্বাস করে না। শত
প্রতিকূলতা ও বাধার মুখেও আওয়ামী লীগ অধিকাংশ ভোটে অংশগ্রহণ করেছিল।
আয়োজক
সংগঠনের সভাপতি এম আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট
কামরুল ইসলাম।
0 facebook: