আন্তর্জাতিক ডেস্ক।। ইসলামফোবিয়া এবং বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচারের মুকাবেলায় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান, পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং মালয় প্রধানমন্ত্রী মাহাথির যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের ইংরেজি সংবাদ মাধ্যম গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে একথা জানিয়েছেন।
ইমরান খান লিখেছেন, প্রেসিডেন্ট এরদোগান, প্রধানমন্ত্রী মাহাথির ও আমি আজ বৈঠক করেছি। যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের তিন দেশ যৌথভাবে ইংরেজী ভাষার একটি টিভি চ্যানেল চালু করব। যেটি ইসলামভীতির মাধ্যমে সৃষ্ট হুমকি মোকাবিলাসহ আমাদের পবিত্র ধর্ম ইসলামের বিভিন্ন বিষয়ে ভুমিকা রাখবে। ইসলামফোবিয়ার প্রতিরোধের পাশাপাশি যেটি মুসলিদের ইতিহাস ঐতিহ্য সঠিকভাবে বিশ্বকে জানাতে ভুমিকা রাখবে।
জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীতে সমবেত হয়েছেন বিশ্ব নেতারা। সেখানে অধিবেশনের ফাঁকে বৈঠক করেছেন এই তিন নেতা। এসময় তারা মুসলিম বিশ্বের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরস্ক
পাকিস্থান
মালয়েশিয়া
0 facebook: