18 March 2019

জার্সির লোগোতে বাঘের ছবি ঢেকে নামাজ পড়ায় সমালোচনার মুখে মুশফিক


নিউজিল্যান্ডে বর্বোরোচিত হামলার ট্রমা থেকে এখনো কাটিয়ে উঠতে পারেননি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাএরই মধ্যে জার্সির লোগোতে থাকা বাঘের ছবি ঢেকে নামাজ পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম

ইসলাম ধর্মের রীতি অনুযায়ী, নামাজ পড়ার সময় জীব-জন্তুর ছবি সংবলিত পোশাক পরা যায় নাতাই মুশফিক দলের অনুশীলনের জার্সিতে থাকা লোগোতে টেপ লাগিয়ে রাখেনধর্মীয় রীতি মেনে সঠিক কাজটি করলেও ছবিটি অন্তর্জালে আসার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়কেউ কেউ করছেন বিরুপ মন্তব্যতারা অভিযোগ, লোগোতে বাঘের ছবি ঢেকে দেশকে অসম্মান করছেন মুশফিক

জিয়া আরফিন আজাদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘খেলার বাইরে বা নামাজের সময়টা একজন খেলোয়াড়ের ব্যক্তিগতসেখানে সে আইনের মধ্যে থেকে যা খুশি করতে পারেনতবে ইউনিফর্ম বা লোগোর গুরুত্ব আমরা সবাই জানিএকটা টি-শার্টে টেপ লাগাতে যেসময় লাগবে তার চেয়ে অনেক কম সময়ে নতুন আরেকটা পড়া যায় কিংবা টি-শার্টের ওপরে জ্যাকেট গায়ে দেওয়া যায়পুরো প্রক্রিয়ায় পাঁচ সেকেন্ডের বেশি লাগার কথা নয়ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, ন্যাশনাল লোগো বিকৃতি জাতীয় চেতনার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে'

আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘একটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে কথা বলাও অন্যায়! আপনি ইনিয়ে বিনিয়ে এটাকে, এর প্র‌তি সাফাই গাইতে পারেন না! খেলাধুলাও ইসলামে হারামতাহলে খেলাধুলা বাদ দিয়ে দিক! যে লোগো তার পেট চালায়, যে লোগো বুকে লাগিয়ে হাজার হাজার কো‌টি টাকা কামায়, তা ঢেকে রাখতে হবে কেন?? যে লোগো সারা পৃথিবীতে আমাদের প‌রিচয় বহন করে করে, আমরা টাইগার নামে প‌রি‌চিতসেটা ঢাকবে কেন??’

শরীফ নামে একজন লিখেছেন, ‘এতই যদি মুমিন হন তাহলে খেলাধুলা বাদ দিলেই পারে, কারণ ইসলামে খেলা হারামপিয়াল নামে একজন লিখেন, ‘এইটা অবশ্যই একটা অন্যায়, যেটারে ডিফেন্ড করা উচিত নাতুমি টিম লোগো ঢাকতে পারো না, এটা ইনসাল্টতুমি ধার্মিক ওকে, নামাজ পড়বা সমস্যা নাই, জাতীয় দলের পোশাকে কেন? একটা সাদা টি শার্ট পরো, ১৫ সেকন্ড লাগবে বড়জোর গায়ে চাপাইতেতোমার লেখা খুব পছন্দ করি এবং এটাও সত্য মুশফিক, মাহমুদউল্লাহ দলের জন্য অনেক করছেকিন্তু টাইগার ঢাইকা টাইগার সাজা ভণ্ডামি

তবে মুশফিকের জ্যাকেটের লোগোতে বাঘের ছবি ঢেকে রাখার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নেতিবাচক ট্রল করছেন তাদের সমালোচনাই করছেন বেশিরভাগ

সাকিব নামে একজন সমালোচনাকারীদের একহাত নিয়ে লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়াতে একেকজন ফেরেশতা-দেবতাদের পোস্ট দেখলে ইচ্ছা হয় কইসা দুইটা লাগাইএজন্যই আমাদের দেশের এই অবস্থা

আলিশা নামে একজন লিখেন, ‘সারা দিন খেয়েদেয়ে কাজ না থাকলে এক শ্রেণির মানুষিক রোগী অ্যাটেনশন সিক করার জন্য এসব টপিক খুঁজে খুঁজে ইস্যু বানায় ডাস্টবিনের মতো দূর্গন্ধ ছড়ায়এগুলারে ধরে ধরে গণধোলাই দেওয়া উচিত...অপদার্থ কোথাকার

দেবাশীষ নামে একজন লিখেন, ‘সবকিছু নিয়ে মাতামাতি করা এ দেশিদের একটা অভ্যাসপ্রতিটা মানুষের স্বাভাবিক মতপ্রকাশের অধিকার আছেঅন্যকারো ক্ষতির কারণ না হলে তাতে অন্যের কি আসে যায়? আর কারো বিশ্বাস নিয়ে কথা বলার অধিকার কারো নেইকবে আমরা অন্যকে একটু সম্মান দিতে শিখব?’

এদিকে, মুশফিকের লোগো ঢেকে নামাজ পড়ার কারণ ব্যখ্যা দিয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনিফেসবুকে দেওয়া স্ট্যাটাসের কিছু অংশ তুলে ধরা হলোতিনি লেখেন, ‘মুশফিক কেন তার জ্যাকেটে বিসিবির লোগোতে বাঘের ছবি ঢেকে রেখেছেন, এই নিয়ে তোলপাড় তুলে দেশপ্রেমের বিরাট প্রমাণ দিচ্ছে একেকজনওহে বিপ্লবী দেশপ্রেমী জনতা, শুধু মুশফিক না, দলের যারা নিয়মিত নামাজ পড়েন, তারা সবাই নামাজের জন্য বাঘের ছবি ঢেকে রাখেন... প্রাণির ছবি দেখিয়ে নামাজ হয় নাওরা যদি জার্সি গায়ে নামাজ পড়তে যায়, বেশিরভাগ সময় জার্সিটা উল্টো করে পরেতাতে কি দেশের জার্সিকে অপমান করা হলো?’

আরিফুল ইসলাম রনি আরও লেখেন, ‘নিউজিল্যান্ডে ঠাণ্ডা, তাই জ্যাকেট পরে নামাজ পড়ছেনজ্যাকেট তো উল্টো করে পরার উপায় নেইতাই লোগোতে বাঘের ছবিতে টেপ দিয়ে রেখেছেনঅনেক সময় নামাজ শেষে টেপ খুলে ফেলেন, অনেক সময় খোলা হয় নাএই তোএটায় ছবি বা প্রাণীর প্রতি বিদ্বেষ নেই, ক্রিকেট বোর্ডের প্রতীক বা দেশের প্রতি ভালোবাসার কমতি নেইআর এই সবই প্র্যাকটিস জার্সি বা জ্যাকেটেম্যাচের সময় তো ঢেকে রাখেন না! পাঁজরে ব্যথা নিয়ে যে ছেলেটি দিনের পর দিন খেলছে, এশিয়া কাপে বুকে টেপ পেঁচিয়ে অসহ্য ব্যথা সহ্য করে ম্যাচের পর ম্যাচ খেলেছে এবং অসাধারণ খেলেছে, যার পরিশ্রম দেখতে দেখতেই আমাদের প্রায়ই অস্থির লাগে যে এত কষ্ট কীভাবে করতে পারেনসেই মুশফিক নাকি দেশের ক্রিকেটকে অপমান করেছেন লোগো ঢেকে রেখে!’ সূত্রঃ আমাদের সময়


শেয়ার করুন

0 facebook: