19 March 2019

বাসচাপায় শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ-বাসে আগুন

ছবিঃ যমুনা টিভি
স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীতে সকালে বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল-বিইউপির আবরার আহমেদ চৌধুরী নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তার সহপাঠিরাএ ঘটনায় বসুন্ধরা গেটে সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন দেয় বিক্ষুদ্ধ সহপাঠিরা

এতে প্রগতি সরণি সড়কে যান চলাচল বন্ধ রয়েছেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান গেটের সামনে জেব্রা ক্রসিং দিয়ে আবরার সড়ক পার হচ্ছিলেনএসময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়ঘটনাস্থলেই মৃত্যু হয় বিইউপি শিক্ষার্থী আবরারের। 

পথচারিরা ঘাতক বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালকসহপাঠির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিইউপি ছাড়াও আশে পাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেদোষী চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবি জানান তারাশিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামতিনি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের আশ্বাস দেন, বলেন- নিরাপদ সড়কের দাবির সাথে তিনি একমত। সূত্রঃ যমুনা টিভি


শেয়ার করুন

0 facebook: