22 April 2019

এমপি হিসেবে শপথ নিতে জনগণের চাপ রয়েছেঃ হারুন


স্বদেশবার্তা ডেস্কঃ জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। তাই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেওয়ার জন্য এলাকার জনগণের চাপ রয়েছে। বললেন বিএনপি থেকে নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ন মহাসচিব মো. হারুনুর রশীদ।

সোমবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। হারুনুর রশিদ বলেন, আমি সংসদে গিয়ে নানা অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরতে চাই। তিনি বলেন, এলাকাবাসী আমাকে চাপ দিচ্ছে। তারা বলছে, সারা দেশে কী হয়েছে, সেটা আপনার দেখার বিষয় নয়, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। এখন সংসদে গিয়ে জনগণের কথা বলবেন।

তবে হারুনুর রশিদ আরও বলেন, দল এখনও অনুমতি না দেয়ায় শপথ নেয়া যাচ্ছে না। এর আগে চাঁপাইনবাবঞ্জ-২ (নাচোল-ভোলারহাট-গোমস্তাপুর) আসন থেকে বিজয়ী বিএনপি নেতা আমিনুল হক জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে জানান, শপথ না নিলে তিনি এলাকায় যেতে পারবেন না। তাকে এলাকার লোকজন মারবে।


শেয়ার করুন

0 facebook: