স্বদেশবার্তা ডেস্কঃ এবার
সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আগামী ৫ ফেব্রুয়ারি
সড়ক পথে তিনি ঢাকা থেকে সিলেট যাবেন। সিলেটে একদিন অবস্থানের পর ৬ ফেব্রুয়ারি আবার সড়ক পথেই ঢাকা
ফিরবেন তিনি।
বিএনপির
নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সিলেটে
অবস্থানকালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করবেন খালেদা জিয়া।
আগামী ৮ ফেব্রুয়ারি
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের পূর্বে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে
করা হচ্ছে।
এদিকে, সিলেট সফরের মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনের নির্বাচনী
প্রচারণাও শুরু করবেন খালেদা জিয়া।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু
করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ১ ফেব্রুয়ারি জাতীয়
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী
প্রচারণা শুরু করেন।
খবর বিভাগঃ
বিভাগীয় সংবাদ
সিলেট বিভাগ
0 facebook: