স্টাফ রিপোর্টার।। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের প্রতি কেজিতে ৪০ টাকা দাম বেড়ে ১৬০ টাকা হয়েছে।। ফলে পেঁয়াজের দাম নিয়ে হাহাকার থামছেই না।
এরআগে জনপ্রতি দুই কেজি পেঁয়াজ দিলেও রবিবার (০৩ নভেম্বর) থেকে এক কেজি করে পেঁয়াজ দিচ্ছে টিসিবি। কিন্তু তাতেও সমস্যা মনে করে পেঁয়াজের জন্য রোদে পুড়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন শত শত মানুষ।
টিসিবি রাজধানীর যে কয়টি পয়েন্টে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করছে তার মধ্যে একটি সচিবালয় ও অন্যটি জাতীয় প্রেসক্লাবের মাঝের রাস্তায়।
সকালে প্রেসক্লাবে সামনে প্রখর রৌদ্রের মধ্যেই শত শত মানুষ টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে ভিড় করতে দেখা গেছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও ক্রেতাদের সেই ভিড় কমছিল না।
ক্রেতারা জানান, বাজারে এক কেজি পেঁয়াজের দাম ১৬০ টাকা। এখানে এক কেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা। যদিও প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। তবে কষ্ট হলেও এক কেজি পেঁয়াজে একশ টাকার বেশি সেভ হচ্ছে বলে জানান ক্রেতারা।
খবর বিভাগঃ
জাতীয়
ব্যবসা ও বাণিজ্য
0 facebook: