10 July 2019

ভোরে সৈকতে ভেসে এল ৬ লাশ


স্বদেশবার্তা ডেস্কঃ ভোরের দিকে সৈকতে ভিড়ল একটি মাছ ধরার ট্রলার। সেখানে মিলল ছয়জনের লাশ। আজ বুধবার ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ওই ট্রলারটি পাওয়া যায়। পুলিশের ধারণা নিহতরা সবাই জেলে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফখরুল জানান, আজ ভোরের দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাঙাচোরা ওই মাছ ধরার ট্রলারটি ভেসে আসার খবর পাওয়া যায়। পরে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রলারের আশপাশ থেকে ভাসমান অবস্থায় চারজন ও ট্রলারের পাটাতনের ওপর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।

এএসপি ফখরুল বলেন, ‘ধারণা করা হচ্ছে, সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এটি বাংলাদেশের না মিয়ানমারের সেটি নিশ্চিত হওয়া যায়নি।’


শেয়ার করুন

0 facebook: