27 July 2019

মুসলিমরা রামকে ভালোবাসে, রাজনৈতিক লোকেরা হিংসা ছড়াচ্ছেঃ মাহমুদ মাদানী

কলকাতার রবীন্দ্র সদনে সংগঠনের সভা
আন্তর্জাতিক ডেস্ক॥ মুসলিমরা রামকে ভালোবাসে কিন্তু রাজনৈতিক লোকেরা হিংসা ছড়াচ্ছে। এমনটাই মন্তব্য করলেন জমিয়তে উলামায়ে হিন্দের সর্ব ভারতীয় মহাসচিব মাওলানা মাহমুদ মাদানী। বৃহস্পতিবার কলকাতার রবীন্দ্র সদনে সংগঠনের সভায় তিনি এই মন্তব্য করেন।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, রাজনৈতিক নেতারা হিংসা ছড়াচ্ছে। ওরা ভাঙছে আর আমাদের জুড়তে হবে। আমাদের কাজ মানুষের মধ্যে ঐক্য আনা। মোদি কী বললেন ভেবে লাভ নেই, কিভাবে মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষা করা যায় দেখতে হবে। রাজনৈতিক স্বার্থে হিন্দু মুসলিম করা হচ্ছে। যে লোক জয়শ্রীরামের নামে হিংসা ছড়াচ্ছে সেই বেচারা জানেই না রামকে।

ধর্মের নামে রাজনীতি করছে কিন্তু রামের উপর এদের কোনও আস্থা নেই। বেচারা এইসব লোক মুসলিম ইসলাম, কুরআন, ভগবান কিছু বোঝেনা। ক্ষমতা দখলের জন্য এইসব করছে। আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সামাদ, সাংসদ আহমেদ হাসান ইমরান, ক্বারী ফজলুর রহমান প্রমুখ।


শেয়ার করুন

0 facebook: