![]() |
আন্তর্জাতিক ডেস্ক॥ জোর করে জয়শ্রী রাম, জয় হনুমান বলানোর প্রবণতা সারা ভারতে যেনো সংক্রামক ব্যাধির আকার নিয়েছে। এবার পশ্চিমবঙ্গে জয় শ্রী রাম বলতে না-চাওয়ায় বেধড়ক পেটানো হল এক মুসলিম হকারকে। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় আসানসোলের হীরাপুর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকায় ইইন্টারনেট পরিষেবা। চলছে পুলিশি টহলদারি।
আধিকারিকরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে এক মুসলিম হকারকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলতে বলে একদল যুবক। বছর কুড়ির ছেলেটি আপত্তি করার তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে ভর্তি করান।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ঘটে ওই ঘটনা। তারপর থেকে সাম্প্রদায়িক হিংসা বাধার ভুয়ো ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই কোনও ঝুঁকি না-নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। আদৌ হবে কিনা তাও বলা যাচ্ছেনা।
বারবার একিই ধরণের ঘটনা ঘটছে ভারতের নানা প্রান্ত জুড়ে। সমালোচনার ঝড় উঠছে। অথচ প্রতিকারের যেনো পথ নেই, আর ভারতীয় হিন্দু সরকার খুজতেছেও না।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত
মুসলিম নির্যাতন
0 facebook: