07 August 2019

কাশ্মীরিদের যে কোনও সহযোগিতায় প্রস্তুত পাক সেনাবাহিনীঃ পাক সেনাপ্রধান


আন্তর্জাতিক ডেস্ক।। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, তার সেনারা কাশ্মীরিদের সহযোগিতায় যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। কাশ্মীরকে সাহায্য করার লক্ষ্যে তাঁরা যে কোন সীমা অতিক্রম করতে সদা প্রস্তুত। ভারত সরকার জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের একদিন পর মঙ্গলবার এই মন্তব্য করেছেন পাকিস্তানি সেনাপ্রধান।

৬ আগস্ট, মঙ্গলবার কাশ্মীর ইস্যুতে আয়োজিত পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম কর্পস কমান্ডার্স কনফারেন্সে সভাপতিত্ব করেন জেনারেল জাভেদ বাজওয়া। সেনা সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জেনারেল বাজওয়া বলেন, কাশ্মীরিদের লড়াইয়ে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে পাশে থাকবে পাকিস্তান সেনাবাহিনী। আমরা প্রস্তুত এবং আমাদের দায়বদ্ধতার পূর্ণতা দিতে যে কোনও পর্যায় পর্যন্ত সহযোগিতা করব।

বৈঠকের বিষয়ে দেওয়া বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, কাশ্মীর ইস্যুতে ভারতের পদক্ষেপকে প্রত্যাখ্যানের যে অবস্থান পাকিস্তান নিয়েছে সেটাকে পূর্ণ সমর্থন জানায় সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান কখনোই ভারতীয় সংবিধানের ৩৭০ বা ৩৫-এ ধারাকে স্বীকৃতি দেয়নি। যা এখন দিল্লী নিজেই বাতিল করছে।

সোমবার ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পরপরই প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। দেশটি ভারতের এই পদক্ষেপকে অবৈধ ও একতরফা হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে।


শেয়ার করুন

0 facebook: