চিফ রিপোর্টার।। পবিত্র কুরবানীর হক্বিকত আর ত্যাগের উপলব্দি থেকে কৌশলে মানুষকে দূরে সরাতে পবিত্র কুরবানী বিরোধিরা এবার বেছে নিচ্ছে সেলিব্রিটিদের। এবার বিদ্বেষ উগলে দিলো কিছুদিন আগে ভারত থেকে বিজেপির তাড়া খেয়ে বাংলাদেশে আসা দুই বাংলার নায়ক ফেরদৌস। সে বলেছে প্রতি বছরই ঢাকার বাইরে থেকে আমার এক বন্ধু গরু পাঠায়। আমার গরুর হাটে যাওয়া লাগে না। ডিজিটাল বাংলাদেশ। তাই আমি প্রযুক্তির মাধ্যমে গরু কিনি। আমার বন্ধু গরুর ছবি তুলে পাঠায়। আমি ছবি দেখে গরু কিনি। (অথচ ইসলামিক শরীয়তে পবিত্র কুরবানীর এরূপ গরু কেনার কোন হুকুম নাই)
সে আরো বলেছে, হাটে প্রচুর ভিড় হয় তো! কিছু কিছু হাট মানুষের জীবন একদম অতিষ্ট করে তোলে। সেক্ষেত্রে আমার মনে হয় সবার একটু সচেতন হওয়া উচিৎ।’ এভাবেই হাটে গিয়ে পবিত্র কুরবানীর গরু কেনার পবিত্র অভিজ্ঞতা নিয়ে বিদ্বেষ উগলে দিলো ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত নায়ক ফেরদৌস। (আমার মন্তব্য হচ্ছে, ঈদের সময় মার্কেটগুলিতেও ভিড় থাকে, চুরি চামারির রিস্ক থাকে, তাহলে কি মানুষ মার্কেট যাওয়া ছেড়ে দেবে?)
বেশ কিছু বিষয়ে মানুষকে কথিত সচেতন হতে বলেছে এই নায়ক। ফেরদৌস বলে, ‘এবার যেহেতু ডেঙ্গুর প্রকোপ চারিদিকে তাই আমাদের বাড়তি সচেতনতার দরকার আছে। কুরবানীর ঈদের আগে যেসব স্থানে হাট হয়েছে, হাট শেষ হওয়ার সাথে সাথে সে স্থানগুলো যেনো পরিস্কার করা হয়।
পরিস্কার না করলে আমাদেরই ক্ষতি হবে। পরিস্কার করার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। এবার ঈদে আমাদের সবার জন্যই এটা একটা বড় চ্যালেঞ্জ। ঈদ তো শেষ। এখন সেই চ্যালেঞ্জ কতোটা পালন করলাম সেদিকে নজর দেয়া উচিত। আমি আমার জায়গায় সচেতন ছিলাম। আশা করি সবাই নিজের দেয়া পশু কোরবানির ময়লা বা বর্জ্য পরিস্কার করেছেন।’
এ নায়কের মতে, ‘কোরবানির পর যদি চারপাশ আমরা ঠিক মতো পরিস্কার না করি তাহলে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়বে। ভয়াবহ ব্যাপার হয়ে যেতে পারে। তাই সবাইকে সচেতন থাকা উচিৎ। ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। অবশ্যই আমরা আনন্দ করবো। কিন্তু এই আনন্দটা যেনো নিরানন্দে পরিণত না হয়।’
ছোটবেলায় হাটে যাওয়ার কোনো স্মৃতি মনে পড়ে কি? উত্তরে ফেরদৌস বলে, ‘আমাকে কখনই পশুর হাট সেভাবে টানেনি। বাড়ির অন্যরাই কোরবানির পশু কিনে আনতেন। সেই পশুর সঙ্গে আমার ভাব হয়ে যেত। কোরবানি করার পর আমার ভীষণ মন খারাপ হয়ে হতো। ছোটবেলা থেকেই আমি পশু পাখিবাসি।’ (এখানেও সে বিদ্বেষ উগলে দিলো, সবাই পশুপাখি ভালোবাসি কিন্তু যখন তা আল্লাহ পাক উনার জন্য ত্যাগ করা লাগে তখন আল্লাহ পাক উনাকে বেশী ভালবাসি, পশু পাখিকে নয়, আর এরই নাম সেক্রিফাইস)।
খবর বিভাগঃ
জাতীয়
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: