28 August 2019

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জন্মাষ্টমী পালিত, ধিক্কার জানাচ্ছেন সচেতন মুসলিম সমাজ

জন্মাষ্টমী পালনে ব্যস্ত ভক্তবৃন্ধ। ফাইল ফটো
স্টাফ রিপোর্টার।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিন্দুদের ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা পূজা অর্চনার মধ্য দিয়ে দিবসটি পালন করে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষক তপন কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগসহ এ সময় উপস্থিত ছিল আরও অনেকে। পূজা অর্চনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

গত রবিবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলানায়তনে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

তবে এই ঘটনার জানাজানি হলে সোশ্যাল মিডীয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে যদি পূজা আর্চনার মতো ভয়ংকর শিরক এর চালু হয় তাহলে দ্রুত তার নাম বদল করে ফেলাই মঙ্গল। অন্তত ইসলামের জন্ম যে শিরক কে সমাজ থেকে ক্লিন করার জন্য হয়েছিলো সেই ইসলামের দুর্নাম অন্তত কিছুটা হলেও লাঘব হবে।


শেয়ার করুন

0 facebook: