28 August 2019

যুদ্ধ শুরু হলে ভেঙ্গে পড়বে ভারত জন্ম নিবে ৯-১০ টি নতুন স্বাধীন রাষ্ট্র, দেউলিয়া হবে পাকিস্থান

যুদ্ধ বিমান। প্রতীকী ছবি
মুহম্মদ শাহজাহান সিরাজ।। যুদ্ধ ছোট্ট একটি শব্দ, কিন্তু তার ব্যাপকতা বিশাল। যা শুরু হয় সামান্য জিনিস দিয়ে আর শেষ হয় ব্যাপকতা নিয়ে। যুদ্ধ সব সময় বিজয় বা সফলতা নিয়ে আসে না। যুদ্ধ ধবংস, দেউলিয়া এবং পরাধীন করেই শুধু ছেড়ে দেয় না। এর ক্ষত যুগ যুগ প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত বয়ে বেড়াতে হয়।

জুলন্ত একটি দেশের নাম ভারত। যদি কোন কারনে জুলন্ত অবস্থা থেকে নিচে পড়ে যায়। ভেঙ্গে যাবে তার বিশালতা। জন্ম নেবে ৯-১০ টি স্বাধীন রাষ্টের। কাশ্মীর, আসাম, ত্রিপুরা, খালিস্থান, কেরেলা, হায়দ্রাবাদ, সিকিম, পশ্চিমবঙ্গ ইত্যাদি নামে পৃথিবীর আকাশে উঠবে নতুন পতাকা। দেশ প্রধান হওয়ার স্বপ্ন পুরনের যে আশায় বিভোর পশ্চিম বাংলার মমতা। হতে পারে তার স্বপ্নও পুরন।

ভেবে দেখুন। যুদ্ধ শুরু হয়ে গেল। পাকিস্থান ভারত আক্রমণ পাল্টা আক্রমণ। দীর্ঘ মেয়াদী যুদ্ধ। পাকিস্থান আক্রমণ করার পাশাপাশি কাশ্মির বাসির কাছে অস্র পৌছে দিবে। মাঠে ছেড়ে দিবে জিহাদের চেতনায় উজ্জীবিত মুজাহিদ বাহিনী কে। কারগিল যুদ্ধেও মুজহিদগন পাক সেনাদের কাধে কাধ মিলিয়ে যুদ্ধ চালিয়ে গিয়েছিলো। সারা পৃথিবী থেকে মুজাহিদরা পাকিস্থানে জড়ো হবে ধীরে ধীরে। যুদ্ধ চলছে। তবে কেও পারমাণবিক বোমার ব্যবহার করবে না।

স্বাধীনতার স্বপ্নে বিভোর ভারতের সকল প্রদেশ গুলো পাকিস্থান এবং চীনের সুড়সুড়ি পেয়ে নড়েচড়ে উঠবে। ভারত পাকিস্থানে আক্রমণ করার পাশাপাশি দেশের অভ্যন্তরে ব্যস্ত হয়ে পড়বে। আমেরিকা, ইস্রাইল তাদের কোন সাপোর্ট সহযোগীতা কাজে আসবে না কারন চীন। চীন অর্থনৈতিক করিডোর সিকিউরিটির অজুহাতে পাকিস্থানে সেনা মোতায়েন করে রাখবে।

আর চীন চাইবেই এই সুযোগে ভারতের মাথা ন্যাড়া করে ছেড়ে দিয়ে যাতে ভারত বাকি জীবনে মাথা তুলে দাড়াতে না পারে।

তবে দেঊলিয়া হবে পাকিস্থান, এমনিতেই তাদের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আছে। ঈমানী চেতনা, কৌশল, সাহস এবং চীনের সাপোর্টে যুদ্ধে টিকে গেলেও দেউলিয়া হওয়া থেকে রহ্মা পাবে না দেশটি। তবে আরব্য সাহায্যের কারনে হয় তো ঘুরে দাবে পাকিস্তান যদি তারা সাহায্য করে। কিন্তু ভারত? ভারত কি মাথা তুলে দাঁড়াতে পারবে আর কোনদিন?


শেয়ার করুন

0 facebook: