মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের
কুলাউড়া উপজেলার গাজীপুর বাজারের একটি দোকান থেকে গত শুক্রবার ৪ ছিনতাইকারী মসজিদের
দানবাক্স লুট করে নিয়ে যায়। দানবাক্স নিয়ে পালিয়ে যাবার সময় গোগালীছড়া নদীর পাড়ে স্থানীয়
লোকজন হোসেন মিয়া নামক এক ছিনতাইকারীকে দানবাক্সসহ আটক করে। এ ঘটনায় কুলাউড়া থানায়
মামলা হয়েছে।
পুলিশ
ও স্থানীয়রা জানান, উপজেলার
গাজীপুর বাজারে ফারুক মিয়ার
মুদি দোকানে রবিরবাজার জামে মসজিদের একটি কাঁচের দানবাক্স রাখা আছে।
স্থানীয় লোকজন সেই দানবাক্সে প্রচুর দান করেন। স্বচ্ছ কাঁচের বাক্সের সেই টাকা দেখে
বাক্সটিকে টার্গেট করে চিহ্নিত ছিনতাইকারীরা। দোকান মালিক শুক্রবারে দোকানে তালা না
দিয়ে শার্টার টেনে জুম্মার নামায আদায় করতে মসজিদে যান। সেই সুযোগে হোসেন মিয়ার নেতৃত্বে
৪ ছিনতাইকারী দানবাক্সটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোগালীছড়া নদীর পাড়ে স্থানীয় কিছু মানুষের চোখে বাক্সটি বাজে, এতে সন্দেহ
হলে ছিণতাইকারীদের ধাওয়া করে দানবাক্সসহ হোসেন মিয়াকে আটক করেন। তবে আটক হোসেন
মিয়ার অপর ৩ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়
লোকজন ছিনতাইকারী হোসেন মিয়াকে গণধোলাই দিয়ে গাজীপুর বাজারের দোকান মালিক ফারুক মিয়াকে ও কুলাউড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ
ঘটনাস্থলে গেলে দানবাক্সে থাকা ৬২ হাজার ১৩৮ টাকা উদ্ধার করে এবং ছিনতাইকারী হাসেন
মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ
জানায়, আটক
ছিনতাইকারী হোসেন মিয়ার বাড়ি
কুলাউড়ার চাঁতলগাঁও গ্রামে। সে একজন
চিহ্নিত সিএনজি অটোরিকশা ছিনতাইকারী। পলাতক অপর ছিনতাইকারীরা হলো পৌরশহরের জগন্নাথপুর
গ্রামের এলাই মিয়ার ছেলে শাওন মিয়া,
বড়কাপন গ্রামের মখলিছুর রহমানের ছেলে জুনেল ও জয়চন্ডী ইউনিয়নের
কুটাগাও গ্রামের
সুরুজ আলীর ছেলে আতিক মিয়া।
কুলাউড়া
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী জানান, শুক্রবার
রাতে দোকান মালিক ফারুক আহমদ বাদী হয়ে ৪ জনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের
করেছেন। পলাতক ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
ধর্ম ও জীবন
0 facebook: