22 September 2019

জামায়াত একটি বিধ্বংসী দল, তারা ধর্মকে রাজনীতিতে ঢাল হিসেবে ব্যবহার করেঃ ধর্ম প্রতিমন্ত্রী



স্টাফ রিপোর্টার।। সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশী ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় করেছে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় সে বলে, বাংলাদেশসহ প্রবাসী সকল ওলামা মাশায়েখদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও সুসম্পর্ক গড়ে তুলছেন। শুক্রবার রাতে আমিরাতের আজমান শহরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধর্ম প্রতিমন্ত্রী বলে, জামায়াত একটি বিধ্বংসী দল, তারা ইসলাম ধর্মকে রাজনীতিতে ঢাল হিসেবে ব্যবহার করে ইসলামের মূল্যবোধ নষ্ট করেছে। মানুষকে ধোঁকা দিয়েছে। তাদের প্রতিহত করে এই ধর্মকে রক্ষা করতে হবে।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী বলে, বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার-ওলামা মাশায়েখ বান্ধব। এরই ধারাবাহিকতায় কওমী শিক্ষা ব্যবস্থাকে সম্মানিত করা হয়েছে, শরিয়ত বিরোধী কোন আইন পাশ না করা, জ্জ ব্যবস্থার উন্নয়ন ও দেশের ৫৮ জন বিশিষ্ট আলেম হজ্জে পাঠানোসহ আলেম সমাজকে মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরে সে

আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে উল্লখ করে সে আরও বলে, শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন।

শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমার যায়গা দেয়াসহ মুসলমানদের উন্নয়নে তার গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরে ধর্ম প্রতিমন্ত্রী।

এসময় প্রবাসী ওলামা মাশায়েখগন আওয়ামী লীগ সরকারের এসব পদক্ষেপের প্রশংসা করেন এবং সব সময় সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।


শেয়ার করুন

0 facebook: