25 September 2019

মিশরের স্বৈরশাসক সিসির হানাদার বাহিনীর গুলিতে মুসলিম ব্রাদারহুডের ৬ সদস্যে নিহত

উপরে, রাজধানী কায়রোতে বিচারের সময় মুসলিম ব্রাদারহুডের সদস্যরা কাঁচের ডকের ভিতরে। ছবি ২৮ জুলাই, ২০১৮ (এএফপি)
আন্তর্জাতিক ডেস্ক।। মিশরের রাজধানী কায়রোতে সরকারী বাহিনীর সাথে গুলি বিনিময় কালে মুসলিম ব্রাদারহুডের ছয় সদস্যের মৃত্যু হয়েছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কায়রোতে একটি  গোপন আস্তানায় সন্দেহভাজনদের সাথে গুলি বিনিময়ে এ ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত সদস্যরা দেশে অতর্কিত হামলা চালানোরপ্রস্তুতি নিচ্ছিল।

উল্লেখ্য, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পরে মিশরীয় কর্তৃপক্ষ ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডকে কালো নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়াও দলটির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করে স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আল সিসির বাহিনী।


শেয়ার করুন

0 facebook: