25 September 2019

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ১৪০০ কেজি বড় ইলিশ আটক



ডেস্ক রিপোর্ট।। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতে পাচারকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা সীমান্তে ১৪০০ কেজি বড় ইলিশ আটক করেছে।

মঙ্গলবার সকালে ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্টের সামনে থেকে এই ইলিশ আটক করা হয়।

বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, একটি পিকআপে করে এসব ইলিশ চোরাপথে ভারতে পাচারের চেষ্টা করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি ঝাউডাঙ্গার বিশেষ চেকপোস্টের হাবিলদার আজিজুল হক তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় পিকআপ তল্লাশি করে বিপুল পরিমাণ ইলিশ জব্দ করা হয়। এর ওজন ১৪০০ কেজি বলে জানান তিনি।

বিজিবি অধিনায়ক আরও জানান, ইলিশ পাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- বরগুনা জেলার ফেরদৌস বদু, পটুয়াখালী জেলার বাচ্চু তালুকদার ও যশোরের ঝিকরগাছার হুমায়ুন কবির। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


শেয়ার করুন

0 facebook: