আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের উত্তরপ্রদেশের দুই কুকুর বিয়ের পর এবার মোরাদাবাদে নজির গড়বে গবাদি পশুর বিয়ে দিয়ে। হোলির পুণ্য তিথিতে সাত পাকে বাঁধা পড়লো কৃষ্ণপ্রিয়া (গরু) ও নন্দী (বলদ)।
সারা ভারতে এটাই সম্ভবত প্রথম বিবাহ যেখানে মালা বদল ও সিঁদুর দানের ইতিহাস গড়েছে এক গরু ও এক বলদ। মোরাদাবাদের সেলিব্রিটি কাপল নামের সংস্থা বিয়ের আয়োজন করে।
বিয়েতে পত্নি বেশে সাজানো হয় বউকে। ষোধপুর স্টাইলে সুপারস্মার্ট বর। গরু ও বলদের অভিনব বিয়ে দেখতে মানুষের উপচে পড়া ভিড় ছিলো। সূত্রঃ নিউজ১৮বাংলা
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
হিন্দু সমাচার
0 facebook: