![]() |
আন্তর্জাতিক ডেস্ক।। ইরাকে
আগাম নির্বাচন দেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। ইরাকে যখন
প্রচণ্ড রকমের সরকারবিরোধী বিক্ষোভ চলছে তখন আমেরকা এ আহ্বান জানালো। তবে, ইরাক সরকার
মনে করছে বিদেশি মদদে চলমান বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল
(রোববার) এক বিবৃতিতে হোয়াইট হাউস বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ ও নির্বাচনী
সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রেসিডেন্ট বাহরাম সালিহ’র প্রতি আহ্বান
জানিয়েছে।
বিবৃতিতে
বলা হয়েছে, বিক্ষোভকারী, সুশীল সমাজ ও গণমাধ্যমের ওপর অব্যাহত হামলার ব্যাপারে আমেরিকা
মারাত্মকভাবে উদ্বিগ্ন। অক্টোবর মাস থেকে ইরাকে অর্থনৈতিক দুর্নীতি ও জনগণের জীবনমান
অধোগতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ শুরু হয়েছে এবং আমেরিকা একেবারে নগ্নভাবে বিক্ষোভকারীদের
প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
রাজনীতি
0 facebook: