11 November 2019

অস্থিতিশীল ইরাকে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানালো আমেরিকা



আন্তর্জাতিক ডেস্ক।। ইরাকে আগাম নির্বাচন দেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। ইরাকে যখন প্রচণ্ড রকমের সরকারবিরোধী বিক্ষোভ চলছে তখন আমেরকা এ আহ্বান জানালো। তবে, ইরাক সরকার মনে করছে বিদেশি মদদে চলমান বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল (রোববার) এক বিবৃতিতে হোয়াইট হাউস বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ ও নির্বাচনী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রেসিডেন্ট বাহরাম সালিহ’র প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভকারী, সুশীল সমাজ ও গণমাধ্যমের ওপর অব্যাহত হামলার ব্যাপারে আমেরিকা মারাত্মকভাবে উদ্বিগ্ন। অক্টোবর মাস থেকে ইরাকে অর্থনৈতিক দুর্নীতি ও জনগণের জীবনমান অধোগতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ শুরু হয়েছে এবং আমেরিকা একেবারে নগ্নভাবে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।


শেয়ার করুন

0 facebook: