29 December 2017

বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার কারণে, সাময়িক বরখাস্ত হলেন শিকলবাহার চেয়ারম্যান জাহাঙ্গীর

স্বদেশবার্তা ডেস্কঃ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারী করা হয়।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে কর্ণফুলী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়ে পন্ড করে দেয়ার ঘটনার মামলার প্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, যেহেতু চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যেহেতু তার কর্তৃক ক্ষমতা প্রয়োগের বিষয়টি পরিষদের স্বার্থের পরিপন্থি ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। যেহেতু, চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলমকে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হল। এই আদেশ জনস্বার্থে জারি করা হল এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ডিসেম্বরের ২১ তারিখ জাহাঙ্গীর আলমকে এজাহারনামীয় একমাত্র আসামি করে পটিয়া থানায় এ মামলা দায়ের করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী দীপু চাকমা। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও পাচঁশত জনকে।

উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে এজে চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে কুজকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে কর্ণফুলী উপজেলা প্রশাসন। এ নিয়ে ওই এলাকার সকল জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনকে চিঠি দিয়ে দাওয়াত দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী। একইভাবে শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে চিঠি দেয়া হয়। কিন্তু চিঠি না পাওয়ার অজুহাতে অনুষ্ঠানের ১৬ ডিসেম্বর তিনি মিছিল সহকারে বিজয় দিবসের মঞ্চে ওঠে হাতাহাতি শুরু করে দেন। এক পর্যায়ে অনুষ্ঠান পন্ড হয়ে যায়।


শেয়ার করুন

0 facebook: