স্বদেশবার্তা ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের করা দুই মামলায় হাজিরা
দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১১টা ২৫মিনিটে
রাজধানীর কশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের
আদালতে পৌঁছান তিনি। আদালতে হাজিরা দেয়ার জন্য সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা
থেকে বের হন খালেদা জিয়া।
খালেদা
জিয়ার আসার আগেই বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল
কবির রিজভী, মওদুদ
আহমেদসহ বিএনপি বেশ কয়েকজন সিনিয়র নেতা আদালতে উপস্থিত হন। এছাড়া খালেদার আইনজীবীরাও
আদালতে উপস্থিত হন। অন্যদিকে দুদকের আইনজীবীরাও আদালতে উপস্থিত আছেন। এখন জিয়া অরফানেজ
ট্রাস্ট মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। যুক্তি উপস্থাপন
করছেন খালেদা জিয়ার আইনজীবী রেজাক খান।
গত ২১
ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন
করেন তার আইনজীবী আব্দুর রেজাক খান। এদিন তার যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় ২৬,২৭ ও
২৮ ডিসেম্বর পরবর্তী যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন আদালত।
অন্যদিকে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য জমা দেন খালেদা
জিয়া এবং মামলায় কোনো সাফাই সাক্ষী দিবেন না বলেন তিনি। এরপর আদালত মামলাটির যুক্তি
উপস্থাপনের জন্য ২৬,২৭
ও ২৮ ডিসেম্বর দিন ধার্য করেন।
এতিমদের
জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ
মামলাটি করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট
দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অন্যদিকে ২০১১ সালের ৮ আগস্ট
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে
চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা
হয়।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: