26 December 2017

বড়দিনের উৎসবে যোগ দিতে গিয়ে ২০ জনের মৃত্যু

স্বদেশবার্তা ডেস্কঃ ফিলিপাইনে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের (মিনি বাস) সংঘর্ষে কমপক্ষে ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা বড়দিনের প্রার্থনা-উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে এই ঘটনা ঘটে।

বর্তমানে আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৪ জনের মতো। দেশটির উত্তরের লা ইউনিয়ন প্রদেশে এই ঘটনা ঘটেছে।

বড়দিনের বিশেষ প্রার্থনায় যোগ দিতে ভ্যানযাত্রীরা পাশের পাঙ্গাসিনান প্রদেশে যাচ্ছিলেন। সেখানে রোমান ক্যাথলিক চার্চে তারা প্রার্থনায় অংশ নিতেন।


শেয়ার করুন

0 facebook: