27 December 2017

রাজধানীতে এক রাতে ৫৬ জন ছিনতাইকারী আটক

স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫৬ জন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের সদস্যরামঙ্গলবার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন বাস স্টেশন ও টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনার পর ডিবি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে

প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নিআটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ছুরি উদ্ধার করা হয়েছেএ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে ডিএমপি পক্ষ থেকে বলা হয়েছে

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকালে মায়ের কোল থেকে পড়ে সাত মাস বয়সী শিশু আরাফাত মারা যায়পরে এ বিষয়ে মামলা দায়ের করা হলে মূল আসামি রাজীবকে গ্রেফতার করে পুলিশওই ঘটনার পর ছিনতাইকারীদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হলো


শেয়ার করুন

0 facebook: