স্বদেশবার্তা ডেস্কঃ চট্টগ্রামে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান
পাওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তবে এ ব্যপারে দুপুরে গোয়েন্দা পুলিশ সদর দপ্তরে
সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে জানা যায়। গোয়েন্দা
পুলিশের পরিদর্শক মোহাম্মদ মহসিন বলেন, নগরীর ডবলমুরিং থানার বেপারী পাড়ায় ওই কারখানা
থেকে আড়াই লাখ ইয়াবার পাশাপাশি বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম পাওয়া গেছে।
নগর গোয়েন্দা
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি- ডিবি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বলেন, কারখানাটিতে
দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল।
কারখানায় ইয়াবা তৈরির মেশিন ও রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে।
তিনি
বলেন, ওই
কারখানায় ১০৫ কেজি কাঁচামাল পাওয়া গেছে, যেগুলো দিয়ে প্রায় ১০ লাখ ইয়াবা তৈরি করা
সম্ভব।
খবর বিভাগঃ
চট্টগ্রাম বিভাগ
বিভাগীয় সংবাদ
0 facebook: