স্বদেশবার্তা
ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের জন্য একক ভিসা ও মুদ্রা চালুর গুরুত্বের কথা
বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আগরতলা
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরার ঈশ্বর পাঠশালা এবং ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কমিটির
উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইকবাল
সোবহান বলেন, “ইউরোপীয়
ইউনিয়নভুক্ত দেশগুলোর মতো আমাদেরও একক ভিসা ও মুদ্রা চালু করা প্রয়োজন।” তিনি
এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকার কথাও উল্লেখ করেন।
তিনি
বলেন, “মাঝে
মাঝে আমরা দেখি ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধের
ইতিহাস যতদিন থাকবে, ততদিন
এই দুই দেশের সম্পর্ক বজায় থাকবে।”
চোট্টাখোলাতে
ইন্দো-বাংলা মৈত্রী উদ্যান তৈরীর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে
ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী, আগরতলা
মিউনিসিপ্যাল কর্পোরেশানের মেয়র ড. প্রফুল্লজিত সিনহা এবং ত্রিপুরা আইনসভার ডেপুটি
স্পিকার পবিত্র কর উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: