স্বদেশবার্তা ডেস্কঃ জেরুজালেম
ইস্যুতে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি বৈঠকে অনুষ্ঠিত ভোটের ফলাফলকে স্বাগত
জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট
ট্রাম্পের ঘোষণাকে ‘বাতিল
ও প্রত্যাখ্যান’ করে
একটি রেজ্যুলেশন পাস হওয়ায় তিনি এটিকে ‘অত্যন্ত আনন্দের’ বলে মন্তব্য
করেন।
এরদোগান
তার টুইটারে লিখেছেন, ‘আমরা
আল-কুদস আল-শরীফের ঐতিহাসিক প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদের অভূতপূর্ব সমর্থনকে
অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি।’
‘আমরা আশা করি ট্রাম্প প্রশাসন তার দুর্ভাগ্যজনক
সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহার করে নিবে। তাদের সিদ্ধান্তটি যে অবৈধ ছিল তা জাতিসংঘের
সাধারণ পরিষদের ভোটের ফলাফলে পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
এরদোগান
আরো বলেন, ‘ফিলিস্তিন
ও আল-কুদস আল-শরীফের সমর্থনকারী সকলের প্রতি আমি আমার নিজের এবং তুর্কি জনগণের পক্ষে
কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
অপর একটি
বিবৃতিতে, তুর্কি
প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন,
জাতিসংঘের রেজুলেশন এই অঞ্চলে শান্তি প্রচেষ্টার জন্য একটি নতুন
সুযোগ সৃষ্টি করেছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: