24 December 2017

চাঁদপুরে দুবৃর্ত্তদের হাতে কিশোর খুন

স্বদেশবার্তা ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জে আসাদ হোসেন (১৭) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর কালোচো ইউনিয়নের খিলপাড়া গ্রামের মজুমদার বাড়ির পেছনের পরিত্যক্ত স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আসাদ ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

স্বজনারা জানায়, আসাদের পরিবার ঢাকায় বাসবাস করে। এক সপ্তাহ আগে হাজীগঞ্জের গ্রামের বাড়িতে পুরো পরিবার বেড়াতে আসে। আসাদ শনিবার রাত ৮টার দিকে সহপাঠীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল। সেসময় আসাদকে একটি ফেদার কিনে দিতে বলে সহপাঠীরা। সে পরে কিনে দিবে বলে জানায়।

এরপর খেলা শেষ হলেও আসাদ আর ঘরে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রোববার সকালে স্থানীয় লোকজন নিহত আসাদের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে হাজীগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে মামলার দায়েরের প্রস্তুতি চলছে। আমরা হত্যার রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছি। আশা করছি শীঘ্রই হত্যার রহস্য ও জড়িতদের গ্রেফতার করতে পারবো।


শেয়ার করুন

0 facebook: