09 March 2018

প্রধানমন্ত্রী সরকারি খরচে ভোট চাইতে পারেন নাঃ মওদুদ আহমদ


স্বদেশবার্তা ডেস্কঃ সরকারি খরচে প্রধানমন্ত্রী ভোট চাইতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদতিনি বলেন, প্রধানমন্ত্রী ভোট চাইতেই পারেনতাঁর সে অধিকার আছে, অবশ্যই আছেকিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নয়, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে ভোট চাইতে হবেমওদুদ বলেন, যদি প্রধানমন্ত্রী নিজের খরচে জনসভা করেন, তাতে কোনো আপত্তি নাইকিন্তু সরকারি খরচে প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভোট চাইতে পারেন না

শুক্রবার (৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনি ভোট চান আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেএ সময় সরকারি গাড়ি নেবেন না, স্কুলকলেজের শিক্ষার্থীদের সভায় আনবেন না, নিরাপত্তা থাকবে নাবিধি মেনে আপনি করুনআপত্তি নেইআর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে যদি আপনি ভোট চাইতে যান, তাহলে বিএনপির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়াকেও ভোট চাইতে দিতে হবেএকই অধিকার দিতে হবে

প্রধানমন্ত্রী হিসেবে সুযোগ-সুবিধা নিয়ে এভাবে কী করে ভোট চাইতে পারেন, বিষয়টি নির্বাচন কমিশনের প্রতি বিএনপির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘একদিকে প্রধানমন্ত্রী ভোট চাইছেন, অপরদিকে বিএনপির চেয়ারপারসন কারাগারেএটা তো অন্যায়, অনৈতিক ও বেআইনিসুতরাং তিনি প্রধানমন্ত্রী হিসেবে পারেন নাআওয়ামী লীগের সভানেত্রী ও ব্যক্তিগতভাবে পারেন

নির্বাচন কমিশনের সমালোচনা করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘ইসি বলছে, তফসিল ঘোষণার পরই তাদের নাকি কর্তৃত্বতারা এই অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সরকারকে একটি চিঠি দিতে পারেন না? আপনারা (ইসি) সরকারকে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এ প্রচার বন্ধ করুনআর তা না হলে খালেদা জিয়াকেও একই সুযোগ দিন


শেয়ার করুন

0 facebook: