24 December 2017

ক‍ুষ্টিয়ায় ব্যবসায়ীর ৬ ঘর পুড়ে ছাই

স্বদেশবার্তা ডেস্কঃ  কুষ্টিয়ার দৌলতপুরে এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেসময় তার ২টি বড় গরু এবং ৩টি ছাগলও মারা গেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের ব্যবসায়ী রেজাউল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রেজাউল হক জানান, গোয়াল ঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ছুটে এসে আগুন নিভাতে ব্যর্থ হলে পুড়ে মারা যায় ২টি গরু ও ৩টি ছাগল। সেই সঙ্গে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রামকৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, আগুনে রেজাউল হকের ৬টি ঘরসহ গরু ও ছাগল মারা গিয়েছে। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে।


শেয়ার করুন

0 facebook: