![]() |
স্টাফ রিপোর্টার।। নওগাঁ থেকে অস্ত্র ও গুলিসহ শ্রী রুমন চৌহান (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ী হিন্দু সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শ্রী রুমন চৌহান শহরের চকদেব নুনীয়াপাড়া এলাকার নিরঞ্জন চৌহানের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টায় শহরের কাপড়পট্টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ২টি মোবাইল সেট ও ২টি সিমকার্ড ও ১টি মেমোরিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সে আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশে তার কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন,‘অস্ত্র ব্যবসায়ী শ্রী রুমন চৌহানকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।’
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
হিন্দু সমাচার
thanks for info
ReplyDeleteমোটা হওয়ার সহজ প্রাকৃতিক উপায়