24 December 2017

চার নারী ধর্ষণ:গ্রেপ্তার আরো ১

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতিতে গিয়ে চার নারীকে ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে আনোয়ারা উপজেলা থেকে বাপ্পী (২৩) নামেও এক যুবককে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাপ্পী বিভিন্ন অপকর্মে জড়িত। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
ওই ঘটনায় এনিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে মো. সুজন ওরফে আবু ও মাহমুদ ফারুকী নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। চারজনের মধ্যে তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ।
এই পরিবারের চার ভাইয়ের মধ্যে তিনজন মধ্যপ্রাচ্যপ্রবাসী। তিন ভাইয়ের স্ত্রী তাদের শাশুড়ি ও দুই সন্তান নিয়ে এই বাড়িতে থাকেন। ধর্ষিতা গৃহবধূদের একজন ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছিলেন।
এ ঘটনায় মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগের পর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের নির্দেশে কর্ণফুলী থানা পুলিশ প্রায় সাতদিন পর মামলা নেয়।


শেয়ার করুন

0 facebook: