স্বদেশবার্তা ডেস্কঃ হেফাজতে ইসলামের আমির আহমদ শফীকে গ্রেফতারের
দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামালীগসহ সমমনা ১৩টি দল। রবিবার (২৪ডিসেম্বর) সকালে
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে দলগুলো তাদের ১২ দফা দাবি তুলে ধরে।
মানববন্ধনে
বক্তারা বলেন, এদেশে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারিভাবে ঈদে মীলাদুন নবী পালনের ব্যবস্থা করেন। কিন্তু
হেফাজত নেতা আহমদ শফী ঈদে মীলাদুন নবী ও মিলাদ ক্বিয়াম শরীফকে চরম অবমাননা করেছে। ঈদে
মীলাদুন নবী পালন করার বিষয়ে আল্লাহ নিজে কোরআন শরীফে আদেশ করেছেন। যা আমাদের প্রিয়নবী
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করেছেন। সেই ঈদে মীলাদুন নবীর বিরোধীতা করে আহমদ
শফি নিজেকে দ্বীন ইসলামের দুশমন হিসেবে প্রমাণ করেছে।
বক্তারা
আরও বলেন, ঈদে
মীলাদুন নবীকে অবমাননাকারী আহমদ শফী হারাম বিদাতে ডুবে থাকেন তার প্রমাণ আমাদের কাছে
আছে। রাজধানীর মতিঝিল, নয়াপল্টন, বায়তুল
মোকাররম এলাকায় তার নেতৃত্বে যে তান্ডব চলেছিল তার বিচার আজও হয়নি। তার ওপর আবার নতুন
করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। আমরা তার বিচার দাবি করছি।
১৩ দলের
দাবিগুলো হলো- ঈদে মীলাদুন নবী বিরোধীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, মাদরাসার
পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হাদিস শরীফ কে অশ্লীল বলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত
এবং রিপোর্টার অভিজিত কে গ্রেফতার করতে হবে, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত
বাতিল করতে কূটনৈতিক উদ্যোগ বাড়ানো,
মোসাদ ষড়যন্ত্রের চক্রান্তকারীদের গ্রেফতার, সরকারি
ওয়েবসাইটে যারা সালাফি ওহাবী বিশ্বাসীদের গ্রেফতার, মুক্তিযুদ্ধকে পাক ভারত যুদ্ধ বলায় ভারতের
বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো,
পবিত্র দ্বীন ইসলাম বলার কারণে কাউকে গ্রেফতার না করা, শিক্ষাবিদ
নামধারী ইসলাম বিদ্বেষীদের তৎপরতা বন্ধ করা, মুসলমানিত্ব নির্মূলের শিক্ষা আইন অনুমোদন
না করা ও শিক্ষানীতি-২০১০ বাতিল করা, এবং বাংলাদেশে ব্র্যাকসহ সন্দেহজনক এনজিওগুলোকে
নিষিদ্ধ করা।
মানববন্ধনে
বাংলাদেশ আওয়ামী ওলামালীগ,
সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, জাতীয় কুরআন শিক্ষা মিশন, বাংলাদেশ
ওলামা মাশায়েখ ঐক্যজোটসহ ১৩ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
জাতীয়
ধর্ম ও জীবন
0 facebook: