স্বদেশবার্তা
ডেস্কঃ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে
ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তার কার্যালয়ে হঠাৎ অজ্ঞান পড়েছিলেন।
হাসপাতাল
সূত্রে জানা গেছে, অধ্যাপক ডা. বরেন চক্রবর্তীর
অধীনে সিসিইউতে ভর্তি করা হয়েছে। এখন ইসিজিসহ কার্ডিয়াক সমস্যার যাবতীয় পরীক্ষা-নিরিক্ষা করা হচ্ছে।
মেয়রের
ব্যক্তিগত সহকারী আবুল হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগর ভবনে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কথা বলতে পারছিলেন না। পরে বমি করা শুরু করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালের
উদ্দেশে পাঠানো হয়।
চিকিৎসকরা
বলছেন, তার লক্ষণগুলি হার্ট এটাকের। এখন সেটি কি মাত্রায় হয়েছে তা পরীক্ষা নিরীক্ষার পরে জানা
যাবে। তার অবস্থা কোনদিকে যাবে তা
এখনই বলা যাচ্ছে না।
মেয়রের
পরিবারের পক্ষ থেকে দেশবাসির কাছে দোয়া চাওয়অ হয়েছে।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
ঢাকা বিভাগ
রাজনীতি
0 facebook: