18 January 2018

‘বাংলাদেশ’ বানান জানা নেই দেশের ক্রিকেট বোর্ডের!


স্বদেশবার্তা ডেস্কঃ লাখো শহীদের খুনের বিনিময়ে পাওয়া এই দেশে, এদেশেরই মাটিতে বেড়ে ওঠার পর, এদেশেরই খাবার খেয়ে রক্তে গোশতে মানুষ হওয়ার পর মাতৃভৃমির নামের সঠিক বানানই জানেনা এ কেমন বাংলাদেশী? বাংলাদেশ বানানেই যদি ভুল হয় তাহলে আর বলার কি থাকে বাকি। ভাবতেই অবাক লাগে এটা কিকরে সম্ভব! এমনই ঘটনা ঘটিয়েছে দেশের এক নম্বর ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

চলমান ত্রিদেশীয় সিরিজের টিকেটে বাংলাদেশ বানানে ভুল করেছে ক্রিকেট বোর্ডএটা নিয়ে শুধু ক্রীড়াঙ্গনেই নয়সারা দেশেই সমালোচনার ঝড় বইছে।


শেয়ার করুন

0 facebook: