08 November 2019

মৌলভীবাজারে ময়লার ভাগাড়ে নবজাতকের খণ্ডিত মাথা


স্টাফ রিপোর্টার।। মৌলভীবাজার বড়লেখা উপজেলায় এক নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুইটার দিকে পৌরসভার পাখিয়ালা এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের পাশের আবর্জনার ভাগাড় থেকে মাথাটি উদ্ধার করা হয়।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে নবজাতকের মাথার অংশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে নবজাতকটিকে ময়লার ভাগাড়ে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। অনেক সময় এভাবে ফেলে গেলে কুকুর টেনে-হেঁচড়ে দেহ খেয়ে নিতে পারে।


শেয়ার করুন

0 facebook: