স্বদেশবার্তা ডেস্কঃ কুমিল্লায়
ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল বের হলে নেতা-কর্মীদের সঙ্গে
পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ পুলিশসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
সোমবার
(১ জানুয়ারি) বিকেলের দিকে শহরের কান্দিরপাড় এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি
বের করা হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জেলা ও মহানগর ছাত্রদল সূত্রে জানা যায়, পুলিশের
বাধা উপেক্ষা করে কুমিল্লা জেলা ও মহানগর ছাত্রদল আনন্দ মিছিল বের করে। মিছিলটি কান্দিরপাড়
পৌঁছানোর পর পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের
সংঘর্ষ সৃষ্টি হয়।
এ সময়
পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ২৭ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এ সংঘর্ষে
ছয়জন পুলিশ সদস্য ও ছয়জন ছাত্রদল কর্মী আহত হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে
আটক করেছে পুলিশ।
কুমিল্লা
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, আমরা
কয়েকজনকে ধরে এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত
সাপেক্ষে তাদের গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।
0 facebook: