স্বদেশবার্তা ডেস্কঃ বগুড়ায়
এক তরুণীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম পিংকি খাতুন (২২)। হত্যার আগে
তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা পুলিশের।
আজ সোমবার
সন্ধ্যা সাড়ে ৬টায় সদরের মালগ্রাম মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়
লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,
পিংকির বাবা একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। রেস্তোরাঁর কাজে বাবা-মা
বাড়িতে না থাকায় কে বা কারা সন্ধ্যায় বাড়িতে ঢুকে ধারালো ছুরি দিয়ে পিংকির গলা কাটে
হত্যা করে। পরে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে ঘরে ঢুকে পিংকিকে গলাকাটা অবস্থায় দেখতে
পায়। এ সময় তাঁর শরীরে কোনো কাপড় ছিল না।
এদিকে
পুলিশ জানায়, পিংকি
স্বামী পরিত্যক্তা। চার মাস আগে পিংকির পক্ষ থেকেই স্বামীকে তালাক দেওয়া হয়েছে। তাঁর
সাবেক স্বামীর নাম রুবেল। পুলিশের ধারণা, সেই ব্যক্তিই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
খবর পেয়ে
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার
করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসির ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে
পিংকিকে। এ ঘটনায় রুবেলকে খোঁজা হচ্ছে।
খবর বিভাগঃ
ধর্ষণ
0 facebook: