স্বদেশবার্তা ডেস্কঃ হাফিজ
সাঈদের সম্পত্তি ও জনগণের দেওয়া 'দানের
অর্থ' বাজেয়াপ্ত
করতে চলেছে পাকিস্তান সরকার। পাক সরকারের পরিকল্পনা অনুযায়ী, সাঈদের
দুটি সংগঠন জামাত-উদ-দাওয়া ও ফালহা-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন এর সম্পত্তি কীভাবে বাজেয়াপ্ত
করা হবে সে বিষয়ে দেশের ৫টি প্রদেশের প্রশাসনকে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।
সম্প্রতি, গৃহবন্দিদশা
থেকে সাঈদকে মুক্তি দিয়েছে পাক আদালত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, জামাত-উদ-দাওয়া
ও ফালাহ-ইনশানিয়াত হল লস্করেরই শাখা সংগঠন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো
হয়েছে বারবার।
এদিকে, জঙ্গিদের
টাকা আদান প্রদানের উপরে আন্তর্জাতিক নজরদারি সংস্থা ফাইনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স
পাকিস্তানকে সাঈদের ওই দুই সংগঠনের লেনদেনের ব্যাপারে অভিযোগ করেছে। সেই চাপেই সাঈদের
বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে পাক সরকার, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: