03 January 2018

এক গাছেই দুই শতাধিক কদু!

স্বদেশবার্তা ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় একটি গাছে দুই শতাধিক কদু ধরেছেউপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে গৃহবধূ কহিনুর বেগম তার বাড়ির উঠানে কদুর বীজ রোপন করেনকোন ধরনের কীটনাশক ছাড়াই ঠিকমত পরিচর্যা, প্রয়োজনমত দেশীয় সবুজ সার এবং গোবর প্রয়োগ করেনধীরে ধীরে এ কদুগাছটি বড় হতে থাকেআর ক্রমশই গাছটিতে কদু ধরতে থাকেএ পর্যন্ত তিনি ওই কদু গাছটি থেকে স্থানীয় বাজারে প্রায় বিশ হাজার টাকার কদু বিক্রি করেছেন বলে ওই গৃহবধূ জানিয়েছেন

কহিনুর বেগম জানানকদু গাছের বয়স তিন মাস অতিবাহিত হওয়ার পর থেকে পুরো উঠান জুড়ে মাচায় কদু ধরা শুরু করেপ্রতিটি কদু প্রায় ১৫ থেকে ২০ কেজির মত ওজন হয়স্থানীয় বাজারে এক একটি কদু ৫০ থেকে ৮০ টাকা বিক্রি করা হচ্ছেএছাড়া তিনি ওই গাছের কদু শাকও বিক্রি করেছেনএ বছর তার গাছ থেকে প্রায় দুই শতাধিক কদু বিক্রি করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন

কোহিনুর বেগমের স্বামী প্রতিবন্ধী মুহম্মদ গাজী রহমান বলেনকদু গাছটি আমাদের সংসারে আয়ের একটি পথএ থেকে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচও বহন করছিপ্রতি বছরই কদু গাছের চাষ করেছিতবে এ বছর শুধুমাত্র একটি গাছ থেকে দুই শতাধিক কদু বিক্রি করেছিএখনো গাছটিতে অর্ধশতাধিক কদু ঝুলে রয়েছে

প্রতিবেশী মুহম্মদ সুলতান হাওলাদার বলেন, একটি গাছে প্রায় দুইশটি কদু ফলিয়ে কোহিনুর বেগম রেকর্ড করেছেনএকটি গাছে এতো কদু হয় তা তিনি কখনো দেখেননি

উপ-সহকারি কৃষি কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমান মিজান জানান, একটি গাছে সাধারণত ৫০ থেকে সর্বোচ্চ ৮০টা কদুর ফল হয়উচ্চ ফলনশীল জাতের এ কদু গাছে দুইশটির মত ফল হয়েছেএটা আসলে দেখার মত

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহম্মদ মশিউর রহমান জানান, এটি একটি জেনেটিক্যাল পরিবর্তনউচ্চ ফলনশীল জাতের গাছে ভালমত পরিচর্যা করলে অনেক বেশি ফলন হতে পারে


শেয়ার করুন

0 facebook: